ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-গণঅভ্যুত্থানের সময় আইন-শৃংখলা বাহিনীর গুলিতে গুরুতর আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত হাসপাতালটি পরিদর্শনে গিয়ে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিশ্ববিদ্যালয় ও কলেজের ৮ শিক্ষার্থীসহ গুরুতর আহত অন্তত ১১ জন হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন।

এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ জানান, চিকিৎসাধীন চারজনের মাথায় গুলি লেগেছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে।