ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টা পর্যন্ত আশুলিয়ার জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মাকের্টসহ বেশ কিছু এলাকায় ৭৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটির খবর পাওয়া যায়।
জানা গেছে, আশুলিয়া-ডিইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন নামে বড় দুইটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে ওই এলাকার নিউ এইজ, নাসা, আল মুসলিম, জেনারেশন নেক্সটসহ ৭৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে, শ্রমিকরা টানা কয়েকদিন বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। আজ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা এসে গেটে ছুটির নোটিশ দেখতে পান। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করেন।