ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ নেতাকে প্রধান শিক্ষক করার চেষ্টা: মানববন্ধন

আওয়ামী লীগ নেতাকে প্রধান শিক্ষক করার চেষ্টা: মানববন্ধন

গ্লোবাল টিভি ছবি

সোহেল রানা, নীলফামারী: নীলফামারীতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষক আনিছুর রহমানকে কুকড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার পায়তারার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আনিছুর রহমান সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কুকড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকেরা। 

তারা বলেন, আনিছুর রহমান সাবেক প্রধান শিক্ষকের সাথে বহু অনিয়মের সাথে জড়িত। তাকে ভারপ্রাপ্ত প্রধান করার নেপথ্যে ইউনিয়ন ও জেলা বিএনপির কিছু নেতা জড়িত।

তারা আরো বলেন, তিনি আমাদের শিক্ষকদের কাছ থেকে মন্ত্রণালয়ের অডিটের কথা বলে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে বেতনের এক মাসের টাকা নিয়েছেন। তিনি শিক্ষার্থীদের উপবৃত্তির কথা বলে টাকা নিয়ে আত্নসাত করেছেন। আমরা শিক্ষার্থীদের এ দাবিতে একমত পোষণ করছি। আমরা ইউএনও মহোদয়ের কাছেও অভিযোগ দিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের কোন কথা না শুনে দুর্নীতিবাজ আনিছুর রহমানকে দ্বায়িত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন। তাকে দায়িত্ব দিলে প্রতিষ্ঠানের পাঠদানে বিঘ্ন ঘটবে।