গ্লোবাল টিভি ছবি
সোহেল রানা বাবু.বাগেরহাট: বাগেরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে তিনজন সাংবাদিক আহত হয়েছেন।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুর এলাকায় মোঃ রাসেল,ইয়াকুব ও লুকসারের নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, দীপ্ত টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ মামুন আহমেদ, ডি বি সি নিউজ-এর বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডলকে বেধড়ক মারপিট করে ক্যামেরা,মোবাইল ও মোটরসাইকেল ভাংচুর করে একটি ঘরে জিন্মি করে রাখে।
পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। এই বিষয়ে ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।