ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

ত্বকী হত্যার ১১ বছর পর ৩ জন গ্রেপ্তার

ত্বকী হত্যার ১১ বছর পর ৩ জন গ্রেপ্তার

নিহত ত্বকী

মো.মনিরুল আলম, নারায়ণগঞ্জ : দীর্ঘ ১১ বছর পর নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলা সচল হয়েছে। এ হত্যা মামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত রবিবার রাতে দুইজন এবং পরদিন সোমবার দুপুরে একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলাটির তদন্তকারী সংস্থা র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেপ্তার তিনজন হলেন- শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার। এদের মধ্যে দুইজনকে ৬ দিনের এবং একজনকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। 

তানভীর মাহমুদ পাশা বলেন, গ্রেপ্তার তিনজন ত্বকী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলো, তবে তারা এর আগে গ্রেপ্তার হননি। তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

২০১৩ সালে ত্বকী হত্যাকাণ্ডের কয়েকমাস পরে মামলায় ইউসুফ হোসেন লিটন, সুলতান শওকত ভ্রমর, রিফাত, তায়েব উদ্দীন জ্যাকি ও সালেহ রহমান সীমান্ত নামে পাঁচজনকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। এদের মধ্যে লিটন ও ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিল। তবে, পরবর্তীকালে জামিনে বেরিয়ে এই পাঁচজনই পলাতক।

অভিযোগ আছে, সাবেক এমপি শামিম ওসমানের  প্রভাবে মামলার আসামি তার ভাতিজা অয়ন ওসমানসহ অন্য আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃংকলা বাহিনী।

২০১৩ সালের ৬ মার্চ বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। পরদিন তার ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশ পায়, যেখানে দেখা যায় মেধাবী এ কিশোর পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছিলেন। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।