গ্লোবাল টিভি ছবি
আবু রায়হান সরকার: সাম্প্রতিক বন্যায় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে অবস্থিত ‘মুছাপুর ক্লোজার’ ভেঙে যাওয়ায় তা পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরাম ডিসিএফ।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ কোম্পানীগঞ্জবাসীর অংশগ্রহণে মানববন্ধনে অংশগ্রহণ করেন ঢাকাস্থ কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ফোরামের সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মোয়াজ্জম হোসাইন বলেন, গেল ২৬ আগস্ট নোয়াখালীর কোম্পানীগঞ্জের বন্যা রক্ষাকবজ ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর এতে করে কোম্পানীগঞ্জ উপজেলার ৩ টি ইউনিয়নসহ ফেনীর সোনাগাজীর ৩ টি ইউনিয়ন ব্যাপক নদী ভাঙ্গনের কবলে পড়ে। প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবন যাপন করছে। যার ফলে ক্লোজার টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মাণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা অতিশীঘ্রই কার্যকরী পদক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ-সমন্বয়ক হাফিজুর রহমান ফাহিম বলেন, যেখানে জীবন ও সম্পদ চরম হুমকির মুখোমুখি সেখানে কোন অবস্থাতেই বিলম্ব কাম্য নয়। ১৪৩ কোটির ক্লোজার-ব্রীজ ভেঙে যাবার পেছনে কি শুধুই বন্যার পানি, নাকি আরো কিছু আছে তাও ক্ষতিয়ে দেখতে হবে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদ এর চেয়ারম্যান, ডা. ফখরুদ্দিন মানিক।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পনীগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন চরপার্বতী ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান, রংমালা ফোরামের সভাপতি নূর উদ্দীন জাহাঙ্গীর, সেক্রেটারী মাকসুদ জামিল, কোম্পানীগঞ্জ স্টুডেন্ট ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে তদারকি করেন ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরাম এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইউনুস সুমন।