ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

ভারতে পালাতে গিয়ে আটক সাবেক এমপি ফজলে করিম চৌধুরী

ভারতে পালাতে গিয়ে আটক সাবেক এমপি ফজলে করিম চৌধুরী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: এবার ভারতে পালাতে গিয়ে আটক হয়েছেন চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তর এক বার্তায় জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।

এদিকে বুধবার রাতে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।