ছবি: সংগৃহীত
আবু রায়হান সরকার: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার জন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোছাইন। এর আগে বুধবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
৪ শিক্ষক হলেন- নোবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, সাবেক প্রক্টর ও শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক বাদশা মিয়া।
অফিস আদেশে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন অভিযোগ ও আন্দোলন এবং বুধবার (১১ সেপ্টেম্বর) সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমনের উপস্থিতি লক্ষ্য করতে পেরে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সাবেক ভিসি সিন্ডিকেট ও আওয়ামী লীগের দোসর বলেও স্লোগান দেয় বৈষম্যবিরোধী ও সাধারণ ছাত্রছাত্রীরা।