ঢাকা, সোমবার, ২৩ জুন ২০২৫ | ৯ আষাঢ় ১৪৩২ | ২৬ জিলহজ ১৪৪৬

সাংবাদিক নির্যাতনে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

সাংবাদিক নির্যাতনে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক নির্যাতনে যারা বিচার বিভাগের সহযোগী হিসেবে কাজ করেছেন, তাদেরসহ জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি করেছে জাস্টিস ফর জার্নালিস্ট। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নির্যাতিত সাংবাদিকদের কথা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এমন দাবি তোলে সংগঠনটি।

সংগঠনের নেতারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পাদক-সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। বন্ধ হয়েছে অনেক গণমাধ্যম। এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না হয়, তার জন্য কাজ করবে জাস্টিস ফর জার্নালিস্ট।

এছাড়া, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আক্রান্ত সাংবাদিকদের জন্য বর্তমান সরকারের কাছে ক্ষতিপূরণের দাবিও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।