ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জনআকাঙ্ক্ষার প্রতিফলন চাই: ফখরুল

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জনআকাঙ্ক্ষার প্রতিফলন চাই: ফখরুল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সংস্কার শেষ করে জনপ্রতিনিধিদের শাসন ফেরানোর দিকে গুরুত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জনগণের আশার প্রতিফলন ঘটাতে হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি বলেন, বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় ও সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। পরিকল্পিত ভাবে ছাত্র-জনতার অভ্যুত্থান নস্যাৎ করার চক্রান্ত চলছে। ভারত থেকে শেখ হাসিনা নানাধরনের অপপ্রচার চালাচ্ছে। 

তিনি বলে, শিল্পক্ষেত্রে অস্থিরতা প্রতিরোধ করতে হবে। এ বিষতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান তিনি।