ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

রাবন ঠেকাতে লঙ্কার সিস্টেম বদলাতে চাই: সমন্বয়ক কাদের

রাবন ঠেকাতে লঙ্কার সিস্টেম বদলাতে চাই: সমন্বয়ক কাদের

গ্লোবাল টিভি ছবি

মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার কারণে দেশের মানুষ নিপীড়িত শাসন ব্যবস্থাকে বিতাড়িত করতে পেরেছে। তবে এই আন্দোলন শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রের অপব্যবস্থার বিরুদ্ধেও ছিল। আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে হটানো গেলেও তাদের সাঙ্গপাঙ্গরা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা আন্দোলনের গতিকে প্রশ্নবিদ্ধ করতে পায়তারা করে বেড়াচ্ছে। তারা কখনো আনসার বা ভিন্ন রুপে ফিরে আসে। তাই আমরা লঙ্কার সিস্টেমকে বদলাতে চাই যাতে কেউ লঙ্কায় গিয়ে রাবন হতে না পারে। 

তিনি বুধবার ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দস মাখন পৌর মুক্তমঞ্চে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, যারা ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, তাদের অচিরেই বিচারের আওতায় আনা হবে। প্রত্যেক নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা ও একজন করে সরকারী চাকরীর নিশ্চয়তা দেয়া হবে।

সীমান্ত হত্যার বর্বরতার কথা উল্লেখ করে বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে কিন্তু সে সম্পর্ক কোনো নতজানু সম্পর্ক হবে না। সেই সম্পর্ক হবে ন্যায্য ও সমমর্যাদার। 

সভায় কেন্দ্রীয় সমন্বয়ক হামযা মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসমন্বয়ক আতিক মুন্সী, খালিদ হাসান, মোঃ মহিউদ্দিন, সমন্বয়ক জিয়া উদ্দিন আয়ান, আলী আহমেদ আরাফ. মোঃ ইব্রাহিম। সভায় শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।