ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

নওগাঁয় ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ উপহার

নওগাঁয় ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ উপহার

গ্লোবাল টিভি ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিভিন্ন স্কুলের ১০০ ছাত্রীর মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়েছে।  

নওগাঁর পত্নীতলা উপজেলার কাঁটাাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দাতা সংস্থা বেলজিয়ামের কারামা সলিডিরিটি অর্থায়নে সোশ্যাল এইডের আয়োজনে সোমবার প্রধান অতিথি হিসেবে এসব বাইসাইকেল ও শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা সহকারি কমিশনার ভূমি আজিজুল করিম।

এসময় আরো উপস্থিত ছিলেন বেলজিয়ামের ইন্টোরিয়ন কান্ট্রি  রিপ্রেজটিভ মোহাম্মদ আলী সোহেল, সোশ্যাল এইডের নির্বাহী পরিচালক বাবুল আক্তার, পরিচালক ইছহাক এমন সোহেল, পরামর্শক ও রানী এনজিওর প্রধান নির্বাহী ফজলুল হক খান, কাঁটাাবাড়ি উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি ও সমাজসেবক মোশারফ হোসেন চেীধুরী, এটিএন বাংলার নওগাঁ প্রতিনিধি রায়হান আলম।