গ্লোবাল টিভি ছবি
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের চুলডগি গ্রামে এক গৃহবধূকে কুরুচিপূর্ণ ইশারা-ইঙ্গিতের প্রতিবাদ করায় ওই গৃহবধূর বাড়ির সদস্যদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
এসময় বাড়ির ৩টি বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ফারুক, হারুন, রায়হানসহ সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। হামলার পর তারা উল্টো ভুক্তভোগীদের পুলিশের হাতে তুলে দেয়। এছাড়াও সন্ত্রাসীরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি-ধমকি দিচ্ছে, বসতবাড়ি উঠতে দিচ্ছে না বলেও অভিয়োগ করেন তারা।
আজ বুধবার সকালে স্থানীয় চুলডগি গ্রামে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে হামলা ও লুটপাটকারীদের দ্রুত বিচার দাবি করেছেন ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী সাহাব উদ্দিন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফাতেমা বেগম, ছেলে আলা উদ্দিনসহ তাদের আরো দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন।