ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

কাজিরহাটে সন্ত্রাসী হামলা: মামলা তুলে নিতে হুমকি

কাজিরহাটে সন্ত্রাসী হামলা: মামলা তুলে নিতে হুমকি

সাবেক এমপি পঙ্কজের সাথে মামলার প্রধান আসামী

নিজস্ব প্রতিবেদক: বরিশালের কাজিরহাটে ভাষানচর ইউনিয়নে মাঝগ্রাম লঞ্চঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে ও ককটেল ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে বলে অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় বিএনপির ১০-১৫ জন নেতা-কর্মী গুরুতর জখম হন। 

জানা যায়, গত ৭ সেপ্টেম্বরের এই ঘটনায় কাজিরহাট থানায় একটি মামলা রুজু করা হয় (মামলা নম্বর ১)। মামলা দায়েরের পর থেকেই মামলার আসামীরা বাদীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছেন। 

মামলার বাদী অভিযোগ করেন, ভাষানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির ইউনিয়ন সভাপতি আমির হোসেন আকনকে উদ্দেশ্যমূলক হেয় প্রতিপন্ন করতে একটি দৈনিক পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসামীরা। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাবলু চৌধুরীর ছত্রছায়ায় বিভিন্ন অপকর্ম করে আসছে। এই অবস্থায় মামলার সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।

মামলার আসামিরা হলেন-রাকিব হোসেন, শাহাবুদ্দিন ফকির, জসিম ফকির, আজহার বয়াতি, রিপন প্যাদা, আদম আলী বয়াতি, আব্দুল হালিম মাতুব্বর, সেলিম ব্যাপারি, পলাশ হাওলাদার, সোহেল হাওলাদার, আব্দুল রাজ্জাক ফকির, সোলেমান বয়াতি, শাহাদাত হোসেন, শাহিন চৌকিদার, আজমাইন খান, সাইদুল মোল্লা, জাকির হাওলাদার, হুমায়ুন ফকির, বজলু, মিঠু প্যাদা, হাসান ফকির।