ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

ছবি: সংগৃহীত

মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিএনপির আয়োজিত কুটি 
বাজারে জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। 

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তখন বিশ্ববরেণ্য ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূস দেশের হাল ধরেন। আমরা আশা করি, তার নেতৃত্বে দেশের ভঙ্গুর অর্থনীতি সচল হবে। এবং দ্রুত দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, কসবা উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট ফখরউদ্দিন খান, উপজেলা বিএনপির নেতা জহির উদ্দিন স্বপন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি কুটি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫০ জন ব্যবসায়ীর মধ্যে আর্থিক সহায়তা চেক প্রদান করেন।