globaltv photo
আবু রায়হান সরকার: মব জাস্টিস ও কিলিং মিশন অর্ন্তবর্তীকালীন সরকার সমর্থন করে না, ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়াও তিনি বলেন, এ ধরনের হত্যাকান্ড ঘটিয়ে একপক্ষ সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চায়।
শুক্রবার নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জেলায় বন্যার্তদের ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব আলাওল কবির, মেজর নাফিস, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।