ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। সেই সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
রবিবার (২৯ সেপ্টেম্বর) এসিবির প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৬ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।