ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

সোনারগাঁওয়ে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা আটক

সোনারগাঁওয়ে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা  আটক

গ্লোবাল টিভি ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে  আতাউর রহমান নামে এজনকে (৪৭) সেনাবাহিনী আটক করেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলা হাবিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

তিনি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। 

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত ও নিহতদের ঘটনায় মামলা দায়েরের আগে সোনারগাঁয়ের অনেক ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতাদের কাছে থেকে মোটা অংকের চাঁদাবাজির অভিযোগকরা হয়েছে। 

সোনারগাঁও থানা ডিউটি অফিসার এ এসআই  তানিয়া জানান, ৫৪ ধারায় তাকে আদালতে  পাঠানো হয়েছে।