গ্লোবাল টিভি ছবি
আবু মুসা, নাটোর: নাটোরে বড়াইগ্রামে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল (সাঃ) এর আদর্শ-শীর্ষক সেমিনার হয়েছে। উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স রুমে শনিবার সেমিনারে উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ড.নুরুল ইসলাম।
বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের প্রফেসর ড.মাসুদ আলম,আব্দুল্লাহ আল মামুন,জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান,নাটোর ৪আসনের জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সহঃ সেক্রেটারী আবদুল হাকিম উপজেলা হিন্দু বৌর্ধ সভাপতি গোপাল পাল, খ্রিষ্টান ধর্মের ফাদার ডমিনিক গমেজ।
বক্তরা বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে রাসুল-এর (সাঃ) আদর্শের জীবন মেনে চলতে হবে। যে ধর্মের হোক, সবাই বাংলাদেশের নাগরিক তাই কোনো বৈষম্য থাকবে না।