ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | ১২ মাঘ ১৪৩১ | ২৪ রজব ১৪৪৬

সাগর-রুনি হত্যা : তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে

সাগর-রুনি হত্যা : তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার তদন্তের দায়িত্ব থেকে র‌্যাবকে সরিয়ে দিয়েছে আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়। 
 
হাইকোর্ট বলেছে, এ হত্যাকাণ্ডের তদন্তভার থেকে র‌্যাবকে সরানো হলো। এটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, বিভিন্ন সংস্থার অভিজ্ঞ, যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত করাতে পারবে সরকার।
 
সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যার মামলার তদন্তের দায়িত্ব থেকে র‌্যাবকে সরিয়ে দিতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
 এর আগে রবিবার (২৯ সেপ্টেম্বর) মামলার বাদি রুনির ভাই নওশের রোমান অভিযোগ করে বলেন, এ হত্যার ঘটনা ধামাচাপা দিতেই র‌্যাবকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। হত্যা রহস্য উদঘাটনে নতুন আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করা হয়েছে।
 
সাগর-রুনি হত্যার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। পুলিশ, সিআইডির হাতঘুরে মামলার তদন্তভার র‍্যারের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। ১১৩ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়।