ছবি: সংগৃহীত
গ্লোবাল ডেস্ক: টেস্ট ক্যারিয়ারে দেশের মাটিতে নিয়মিত রান পেলেও বিদেশের মাটিতে হাসছিলো না মুমিনুলের ব্যাট। অনেকদিন ধরেই ছিলো না সেঞ্চুরি। সবশেষ টেস্ট সেঞ্চুরি পান ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে। ১৫ মাস পর কানপুরে পেলেন ক্যারিয়ারের ১৩তম টেস্ট শতক।
টেস্টে দেশের বাইরে দ্বিতীয় সেঞ্চুরি করলেন মুমিনুল হক। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ১ম অ্যাওয়ে সেঞ্চুরি।টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬৮ ইনিংসে ১১টি সেঞ্চুরি মুশফিকুর রহিমের। ১৩৪ ইনিংসে তামিম করেছেন ১০ সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুলের ১১৯ ইনিংসে আছে ৬টি সেঞ্চুরি। আর সাকিব আল হাসানের ১২৮ ইনিংসে সেঞ্চুরি ৫টি।
কানপুরে রবি অশ্বিনের বলে সুইপ খেলে ক্যারিয়ারের ১৩তম শতক পূর্ণ করেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।