ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমান খালাস

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমান খালাস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০১৪ সালে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লবের দায়ের করা রাস্টদ্রোহি মামলা থেকে নির্দোষগন্যে খালাস দিয়েছে নোয়াখালী বিশেষ বিচারিক আদালত।

মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা জজ আদালতে বিশেষ বিচারিক আদালতে এই রায় প্রদান করা হয়।

মামলায় রাস্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন এবিএম জাকারিয়া, রবিউল হাসান পলাশ, নুরুল আমিন, আবদুল মান্নান, ভুইয়া, এড. মাসুদ হাসান।

মামলায় তারেক রহমানের খালাস পাওয়ায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসসহ আইনজীবী ও দলের নেতৃবৃন্দ।