গ্লোবাল টিভি ছবি
আরিফ সম্রাট, কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক রিনাত ফৌজিয়া।
রিনাত ফৌজিয়া পূজার নিরাপত্তা নিশ্চিত করতে আরও কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে বিষয়ে সবার মতামত নেন। তিনি গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। এছাড়া নামাজ ও আযানের সময়ে বাদ্যযন্ত্র সীমিত করা এবং দশমীর দিন রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনীষা রানী কর্মকার, সেনাবাহিনীর ক্যাপ্টেন আবিদ হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস হোসেন, ফায়ার সার্ভিস ইনচার্জ কাজল মিয়া।