ফাইল ছবি
মো.মনিরুল আলম নারায়ণগঞ্জ : ইলিশ মাছ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজার হাঠ প্রাঙ্গণে মঙ্গলবার উপজেলা মৎস দপ্তরের আয়োজনে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মৎস চাষীদের নিয়ে এ সভায় প্রধান অতিথি ছিলেন নারায়নগঞ্জ জেলা মৎস কর্মকর্তা ডক্টর ফজলুল কাবীর। বক্তব্য দেন সোনারগাঁও উপজেলা মৎস কর্মকর্তা মাহমদা আক্তার, বৈদ্যের বাজার নো পুলিশের ইনচার্জ আমিনুল ইসলাম, উপপুলিশ পরিদর্শক জাকির হোসেন, ফিল্ড অফিসার মনির হোসেন মন্জু, আনন্দ বাজার পরিচালনা কমিটির সাধারণসম্পাদক রহমান, ব্যবসায়ী গোলজার হোসেন, সাবেক ইউপি সদস্য জিলানি মিয়া।
এতে গুলশা ও পাবদা মাছ চাষ করা ও যত্ন নেয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে মৎস চাষীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার।
এসময় তিনি বলেন, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মোট ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ ও সংরক্ষণ সম্পন্নভাবে নিষিদ্ধ। এর ব্যাত্যয় হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।