ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

গ্লোবাল টিভি ছবি

রংপুর ব্যুরো: ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে গজলডোবা বাঁধ খুলে রংপুর বিভাগে বন্যার সৃষ্টির প্রতিবাদে ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ।  

আজ বুধবার দুপুরে রংপুরের গংগাচড়া উপজেলার  মহিপুর ব্রীজের সামনে এ মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন না হলে রংপুর বিভাগের ১২ উপজেলার ৪ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ফিরে পাবো আবাদি জমি, স্বয়ংসম্পূর্ণ হবে কৃষিখাত।  

নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গংগাচড়া জিরো পয়েন্টে উপজেলা নির্বাহী অফিসারের হাতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।  

এ সময় উপস্থিত ছিলেন লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়ক হানিফ খান সজীব, ইউপি সদস্য মুন্নাফ,মনোয়ারুল।