গ্লোবাল টিভি ছবি
মোঃ শাহীন আলম,আশুলিয়া, ঢাকা: সার্ভিস বেনেফিট ও ক্ষতিপূরণের দাবিতে টানা ৫৩ ঘন্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা বার্ডস গ্রুপের শ্রমিকরা।
বুধবার (২ অক্টোবর) দুপুর ১ টার দিকে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা। এর আগে গত সোমবার সকাল নয়টার দিকে পাওনাদি পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
শ্রমিকরা বলেন, আমরা টানা ৫৩ ঘন্টা ধরে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছি আমাদের পাওনা পরিশোধের জন্য। কিন্তু কোন পক্ষই আমাদের সাথে কথা বলেনি। আজ প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়, বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা।
জানা যায়, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) লে-অফ করা বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু মালিকপক্ষ কোন ধরনের পাওনা পরিশোধ না করে শ্রমিকদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি তিন মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশও প্রদান করে কারখানা মালিক পক্ষ। এতে সকল শ্রমিক নবীনগর-চন্দ্রা মহাসড়কের বুড়িরবাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, যৌথ বাহিনীর সাথে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন এবং সকল দাবী মালিক কতৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করার আশ্বাস প্রদান করে তারা পরে রাস্তা থেকে সরে যায় শ্রমিকরা।