ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার করে কিভাবে নির্বাচন হবে, সেটা ঠিক করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে হবে বলে মত প্রকাশ করেছেন সুজন-সম্পাদক বদিউল আলম মজুমদার।
বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় জরিপ ২০২৪-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচনগুলো নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও সেগুলো নিরপক্ষে হয়েছে।
জরিপে বলা হয়, রাজনৈতিক সংস্কারের বিষয়ে উত্তরদাতাদের ৯৬ শতাংশ প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করাকে সমর্থন করেছে। এছাড়া ৪৬ শতাংশ উত্তরদাতা উল্লেখযোগ্য সাংবিধানিক পরিবর্তনের পক্ষে মত দেন। নাগরিকরা অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তবে ৫৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই সরকারের মেয়াদ দুই বছর বা তার কম হওয়া উচিত। বাংলাদেশ পুলিশ, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের উপরও নাগরিকদের আকাঙক্ষাও প্রকাশ পেয়েছে।