গ্লোবাল টিভি ছবি
বরিশাল প্রতিনিধি : বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. নিয়ে কটূক্তির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বরিশাল মহানগর শাখার আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে অমীয় হাফেজ আব্দুল হালীম, উপদেষ্টা ওবায়দুর রহমান মাহবুব, মুফতী শাব্বির আহমেদ, মাওলানা মির্জা নুরুর রহমান বেগ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের ১৮ কোটি মুসলমান আল্লাহ, আল্লাহর রাসূল সা. কুরআান ও ইসলাম নিজেদের জীবনের চেয়েও অধিক প্রিয় মনে করেন, কেউ এ বিষয়ে কটুক্তি করলে আমাদের কলিজায় আঘাত করা হয়। বিশ্বনবী সা. -এর নামে কটূক্তিকারী ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও তাকে সমর্থনকারী বিজেপির নিতেশ নারায়ণ রানেকে গ্রেপ্তারসহ শাস্তির দাবি করছি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।