ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকারী প্রাক্তন প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয় দখল করার জন্য বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বিদ্যালয়ে হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় সন্ত্রাসীরা স্কুলের গেট ভেঙে প্রবেশ করে। সন্ত্রাসীরা বিদ্যালয়ের দুইটি মাইক, অফিস কক্ষের জানালা, ফুলের টব ভাঙচুর করে। প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ থাকায় তারা লোহার চাকতি নিয়ে তালা ভাঙার চেষ্টা করে। তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিবাদ করে স্লোগান দিতে থাকলে সন্ত্রাসীরা ছাত্রী-অভিভাবক ও শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে আঘাত করে। এতে বেশকিছু ছাত্রী, অভিভাবক ও শিক্ষক আহত হন।
ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, প্রাক্তন প্রধান শিক্ষক হোসনে আরার পক্ষ নিয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেন বিদ্যালয়ের শিক্ষক মো. আকরাম খান, মোহাম্মদ ওবায়দুর রহমান, স্বরজিত কুমার বিশ্বাস, খন্দকার মোতাছিম বিল্লাহ, হরি চরণ দাস, মোহাম্মদ আতাউর রহমান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাইলে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাক্তন প্রধান শিক্ষককে থানায় নিয়ে যান। হাতিরঝিল খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণ জানতে চাইলে প্রাক্তন প্রধান শিক্ষক জানান, তিনি গত ১৪.০৮.২০২৪ তারিখ থেকে ছুটিতে ছিলেন। কিন্তু ছুটি অনুমোদনের কোনো দালিলিক প্রমাণ তিনি দেখাতে পারেননি। অথচ গত ১৪.০৮.২০২৪ তারিখ তিনি অফিস করেছেন এবং একই তারিখে তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করেছেন। ম্যানেজিং কমিটিও সেই পদত্যাগ পত্র অনুমোদন করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসা. জরিনা বেগমকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করেন।
পরে সকল শিক্ষক-কর্মচারী প্রাক্তন প্রধান শিক্ষক হোসনে আরার বিভিন্ন অসদচারণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিদ্যালয়ের বর্তমান সভাপতি সিনিয়র সহকারী কমিশনার/ সহকারী কমিশনায় (জেএম) জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় আবেদন করেন। এরপর বিভিন্নভাবে তিনি কয়েকজন শিক্ষককে হুমকি দিয়ে আসছেন। ২৯.০৯.২০২৪ তারিখে বিদ্যালয় ছুটির সময় মো. আকরাম খান, মোহাম্মদ ওবায়দুর রহমান ও স্বরজিত কুমার বিশ্বাস আগামীকাল ‘ফাইনাল খেলা হবে’ বলে হুমকি দিয়ে যান। এর পরিপ্রেক্ষিতে ওই দিন হাতিরঝিল থানায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদি হয়ে প্রাক্তন প্রধান শিক্ষক হোসনে আরা ও হুমকিদাতা শিক্ষকদের নামে জিডি করেন। যার নং-১৪০১।
গত ৩০.০৯.২০২৪ তারিখে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রাক্তন প্রধান শিক্ষক হোসনেয়ারার সকল অনিয়ম, দুর্নীতির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করা হয়েছে।