ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১ | ২২ রমজান ১৪৪৬

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামি বিএনপি নেতা!

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামি বিএনপি নেতা!

গ্লোবাল টিভি ছবি

মোঃ শাহীন আলম, আশুলিয়া, ঢাকা: সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় বেশ কিছু মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এসব মামলার একটিতে শেখ হাসিনার সাথে বিএনপি নেতাকেও আসামি করা হয়েছে। বিএনপির পদধারী নেতা হয়ে হত্যা মামলার আসামি করায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া।

শনিবার (৫ অক্টোবর) আশুলিয়ার ভাদাইল এলাকায় মোহাম্মদ গফুর মিয়ার নিজ বাসভবনে থানা বিএনপির পক্ষ থেকে এই সংবাদ 
সম্মেলনে বিএনপি নেতা গফুর মিয়া বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়া থানার অন্তর্গত বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র-জনতার উপর আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে অসংখ্য ছাত্র-জনতা নিহত এবং আহত হয়েছেন। এসব ঘটনায় আশুলিয়া থানায় হতাহতদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যদের নিয়ে আদালত ও থানায় মামলায় দায়ের করা হচ্ছে। এসব মামলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধেও ষড়যন্ত্র মূলকভাবে মামলা দায়ের করা হয়েছে। 

তিনি বলেন, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে সাভার ও আশুলিয়া থানায় তার নামে আরও পাঁচটি মামলা দায়ের করা হয়। এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলেও ১৬ বছরে ৩৬টি মামলার আসামি তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলায় যদি কাউকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ আশ্বস্ত করেছে।