ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ | ২৬ শাওয়াল ১৪৪৬

বিদেশে যাওয়ার আগে ৪ বন্ধুর গাঁজার ট্রিট!

বিদেশে যাওয়ার আগে ৪ বন্ধুর গাঁজার ট্রিট!

গ্লোবাল টিভি ছবি

আবু রায়হান সরকার : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গাঁজাসহ ৪ বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বিদেশ যাওয়ার আগে বন্ধুদের গাঁজা ট্রিট দিতে তারা নোবিপ্রবিতে আসে বলে জানা যায়। 

সোমবার রাতে নোবিপ্রবির ময়নাদ্বীপ এলাকায় প্রক্টরিয়াল বডির অভিযানে ৪ বহিরাগতকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মেহেদী (২৫), মিরু (২৪), শান্ত (২৩) এবং অন্য একজনের নাম জানা যায়নি। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি এয়ার বাড, দুটি হেডফোন, দুটি মানিব্যাগ, ফোন চার্জ দেয়ার একটি চার্জার, সিগারেট ও ক্রয়কৃত গাঁজা উদ্ধার করা হয়।

গাঁজাসহ আটক হওয়া মেহেদী (২৫) নামে এক যুবক জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) তাদের মধ্যে একজন বন্ধু ডেনমার্কে চলে যাবে। বিদেশগামী বন্ধু বিদেশ যাওয়ার পূর্বে বন্ধুদের গাঁজা ট্রিট দিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আসে তারা। তারা নোয়াখালীর জেলা শহর মাইজদির গুড হিল হাসপাতালের একজন ব্যক্তির কাছ থেকে ১৫০ টাকা গাঁজা কিনে সেগুলো সেবন করার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসে।

এই বিষয়ে নোবিপ্রবির সহকারী প্রক্টর সাজ্জাদুল করিম বলেন, ‘প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ময়নাদ্বীপে টহল পরিচালনা করি। ওই সময় মাদকদ্রব্য সহ ৪ বহিরাগতকে আমরা আটক করি। তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করি। পুলিশ মামলা এন্ট্রি করে তাদেরকে থানায় রাখে।’

উল্লেখ্য, এর আগেও ২০২২ সালে নোবিপ্রবির এক শিক্ষার্থীর গাঁজা সেবনের ভিডিও তার বান্ধবীকে পাঠানো নিয়ে সংঘর্ষের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।