ঢাকা, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ত্র ও মাদকসহ ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অস্ত্র ও মাদকসহ ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গ্লোবাল টিভি ছবি

মোঃ আশরাফ হোসেন ঢালী: রাজধানীর খিলক্ষেত লেকসিটি কনকর্ড ছায়ানীড় ভবন থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মাদক দ্রব্য ও দুইটি অস্ত্র উদ্ধার করেছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। 

মঙ্গলবার মধ্যরাত থেকে অভিযানে শিষাবাদের সামনে থেকে অস্ত্রসহ আটক সকরা হয় হয় নাফিস মো: আলম ডনকে। পরে তার খিলক্ষেতের ফ্ল্যাট থেকে মো: সুজন নামে আর একজন সহযোগীকে আটক করা হয়।

এসময় দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মদ, বিয়ার, শিশা সেবনের স্ট্যান্ড, ফয়েল পেপার, বিভিন্ন মদের ডিলারদের তথ্য সংবলিত ডায়েরী, ওয়াকটকি সেট, সিগন্যাল লাইট, সিসি ক্যামেরা, ল্যাপটপ, ইলেক্ট্রিক ডিভাইস, নগদ অর্থ ইত্যাদি জব্দ করে দিয়াবাড়ি সেনা ক্যাম্প ও খিলক্ষেত থানা পুলিশ ও যৌথবাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টে সরকার পতনের পর থানা হতে লুট হওয়া পুলিশের পিস্তলগুলোর একটি নাফিসের কাছ থেকে উদ্ধার করা হয়। নাফিসের এই সাম্রাজ্যে জড়িত রয়েছে তার স্ত্রীসহ আরো অনেকেই। 

দিয়াবাড়ি সেনা ক্যাম্পের মেজর খন্দকার জাহিদুল হক বলেন, নাফিসকে গ্রেপ্তার করার মাধ্যমে মাদক চোরাকারবারিদের প্রতি আমরা একটি শক্ত বার্তা দিতে পেরেছি। তার বিরুদ্ধে বৈষম্যবিরুদ্ধ ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ পূর্বের প্রায় ৭ টি মামলা রয়েছে। অবৈধ অস্ত্র ব্যবহার ও মাদকদ্রব্য সেবন আইনের আওতায় তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে।