গ্লোবাল টিভি ছবি
মো.মনিরুল আলম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক মেয়ে শিশুকে অপহরণ করার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে অপহৃত শিশুকেও উদ্ধার করা হয়।
সোমবার রাতে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এ তথ্য জানান।
রবিবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকা থেকে অপহৃত হয় ওই শিশু।
গ্রেপ্তার হয়েছেন নাসিক ৭ নম্বর ওয়ার্ডের মৃত কামাল হোসেনের ছেলে মাহবুব আলম পারভেজ (৪৬) এবং কুমিল্লার কোতোয়ালির মুরাদপুর এলাকার সাইদ আহমেদের ছেলে শাকিল আহমেদ রুবেল (৪৩)।
র্যাব জানায়, গ্রেফতার পারভেজ ও শিশুর মা পরস্পর দূর সম্পর্কের খালাতো ভাই-বোন। তারা উভয়ে একই এলাকার বাসিন্দা। ওই শিশুর মায়ের সঙ্গে তার স্বামীর সম্পর্কের অবনতি হওয়ায় তার দুই সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। এ সুযোগে পারভেজ ভিকটিমের মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। এক পর্যায়ে ওই নারীকে বিয়ের প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে পারভেজ এবং শাকিল আহমেদ রুবেল ওই শিশুকে অপহরণ করেন।
এ ঘটনার পর ভিকটিমের মা এবং বাবা র্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে অভিযোগ করেন।