ঢাকা, সোমবার, ২৩ জুন ২০২৫ | ৯ আষাঢ় ১৪৩২ | ২৬ জিলহজ ১৪৪৬

সুন্দরবন থেকে লোকালয়ে বন্য শূকর: আহত ৩ ভাই

সুন্দরবন থেকে লোকালয়ে বন্য শূকর: আহত ৩ ভাই

ছবি: সংগৃহীত

সোহেল রানা বাবু, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক বন্য শূকরের আক্রমণে ৩ সহোদর আহত হয়েছেন। 

মঙ্গলবার উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের বাসিন্দা বারেক হাওলাদারের ছেলে ৭ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ কবির মোল্লা (৩৮), ওমর মোল্লা (৩২)মাসুদ মোল্লা (২৮)। তাদের মধ্যে ওমর মোল্লা গুরুতর আহত হন।

স্থানীয়রা জানায়, প্রায়ই সুন্দরবন থেকে শূকরের পাল লোকালয়ে এসে ফসলি জমি নষ্ট করে। একইভাবে একটি শূকর বন থেকে উত্তর তাফালবাড়ি গ্রামের কবির মোল্লার বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে, কবির মোল্লা এটিকে তাড়িয়ে দিতে গেলে শূকরটি ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ চালায়। এসময় তার ডাক চিৎকার শুনে তাকে রক্ষা করতে ছোট দুই ভাই এগিয়ে আসলে শূকরটি একে একে তাদেরকে ও আক্রমণ করে। পরে আহতদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে হয়তো শূকরটি লোকালয়ে পথ ভুলে আসতে পারে।