ছবি: সংগৃহীত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ১টি ওয়ান শার্টারগানসহ মিজানুর রহমান মিজার (৪৮) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। মিজার জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এবং মহাজনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বর)।
শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী ও মুজিবনগর থানা পুলিশ শিবপুর গ্রামে অভিযান চালায়।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, তার স্বীকারোক্তিতে বাড়ির গোয়ালঘরের পাশে মাটিতে পুঁতে রাখা ১টি ওয়ান শার্টারগান উদ্ধার করা হয়।