গ্লোবাল টিভি ছবি
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী : নসরসিদীর মাধবদী পুরানচর বাজারে কনফেকশনারী দোকানে লুটের ঘটনা ঘটেছে। সিসি টিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাতে দোকানের তালা ভেঙে একদল দুর্বৃত্ত নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বাজরের নাইট গার্ড দোকানে লুট হওয়ার বিষয়টি জানালে এলাকাবাসীকে সাথে নিয়ে মালিক দোকানে গিয়ে দেখেন, নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকাসহ দোকানের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মালিক দৃর্বৃত্তদের শনাক্ত করেছেন। তারা হলো- ওমর আলীর ছেলে আইয়ুব খান (৩৫), আমিনের ছেলে জমির আলী (৩৬),জালাল উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (৩০), হারুনের ছেলে আরিফুল (৩৮),হাসু (৪০),জলিলের ছেলে জাহাঙ্গির (৩৮),সুন্দর আলীর ছেলে খাজা মিয়া (৪২),ওমর আলীর ছেলে আল আমিন (৪০)।
এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মাধবদী থানা পুলিশ। ক্যামেরার সামনে কথাবলতে রাজি না হলেও তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মাধবদী থানার ওসি মো.তছলিম উদ্দিন।