গ্লোবাল টিভি ছবি
কাজী কামাল হোসেন, নওগাঁ: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর গুম এবং খুনের রাজনীতির কায়েম করেছিল। ক্ষমতায় এসেই তারা ৫৭ জন সেনা কর্মকর্তাদেরকে নৃশংসভাবে খুন করেছে। ছাত্র-যুবকদের ইনশাআল্লাহ প্রত্যেকটি খুনের বিচার করা হবে।
তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর আমরা একটা ভীতিকর পরিবেশের মধ্যে ছিলাম। স্বৈরাচার সরকার ২০০৭ সালে ক্ষমতায় এসেই নিরপরাধ জামায়াতের নেতাদের উপর জুলুম নির্যাতন শুরু করেন। তারা বিচারের নামে প্রহসন করে আমাদের ১১ জন নেতাকর্মীকে হত্যা করেছে। অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলাম নওগাঁ জেলা শাখার আয়োজনে নওগাঁর নওজোয়ান মাঠে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৫ বছরের স্বৈরশাসনের পরে আল্লাহ তায়ালা আমাদেরকে একটি বাংলাদেশ দিয়েছেন, বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই। বিগত ১৫ বছরের চলমান স্বৈরশাসনকে জনগণ এদেশে আবারো দেখতে চায় না। জনগণের সবার অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।
নওগাঁ জেলা(পূর্ব) জামাতের আমির খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে সেক্রেটারী আ.স.ম সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দীন প্রমুখ।