ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১ | ২৩ রমজান ১৪৪৬

১৩ বছর অনুপস্থিত থেকে বেতন নিয়েছেন সাবেক প্রতিমন্ত্রীর এপিএস!

১৩ বছর  অনুপস্থিত থেকে বেতন নিয়েছেন সাবেক প্রতিমন্ত্রীর এপিএস!

গ্লোবাল টিভি ছবি

মোঃ ইউনুছ আলী, মাগুরা : মাগুরায় মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে স্কুলে অনুপস্থিত থেকে পাঠদান না করেও ১৩ বছর ধরে বেতন তুলে নেয়ার অভিযোগের সত্যতা পেয়েছে জেলা শিক্ষা কার্যালয়। অভিযুক্ত শিক্ষক শিশির সরকার ছিলেন মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীরেন শিকদারের ব্যক্তিগত সহকারী। 

এক যুগের বেশি সময় ধরে তিনি শালিখা উপজেলার অভয়াচরন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। কিন্তু তিনি কখনো ক্লাস নেননি। এ নিয়ে গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। জানা গেছে, শিশির সরকারের অনিয়মের বিষয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে জেলা শিক্ষা কার্যালয়। চলতি মাসের প্রথম সপ্তাহে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তাদের প্রতিবেদন শিক্ষা কার্যালয়ে জমা দেয়। ঐ তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের মার্চে সহকারী শিক্ষা হিসেবে ওই বিদ্যালয়ে যোগ দেন শিশির সরকার ।তবে শুরু থেকেই তিনি বিদ্যালয়ে উপস্থিত হতেন না। কখনো তিনি বিদ্যালয়ে ক্লাসও  নিতেন না। তার বদলে বাসন্তী মন্ডল নামের এক নারী পাঠদান করতেন।

জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন , তদন্তে শিশির সরকারের বিরুদ্ধে প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগের বিষয়ে একমত পোষণ করেন। যেহেতু তিনি শৃঙ্খলা ভঙ্গ করে এসব করেছেন, তাই এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর ব্যবস্থা নেবে। আমরা তদন্ত করে মাউশিতে পাঠিয়েছি।