ঢাকা, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতির অগ্রযাত্রায় নৌ ও বিমান বাহিনী জনগণের পাশে থাকবে : ড. ইউনূস

জাতির অগ্রযাত্রায় নৌ ও বিমান বাহিনী জনগণের পাশে থাকবে : ড. ইউনূস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতি গঠনের যে সুযোগ এসেছে, তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে।

রবিবার সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

জাতির এই অগ্রযাত্রায় নৌ বাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সাথে জনগণের পাশে থাকবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, বিগত দিনে যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন জনগণ তা পায়। তাই দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে  সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।