ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী বাদী হয়ে মিরসরাই থানায় মোশাররফ হোসেন তার ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলসহ ১২৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়, বিগত ২০২২ সালের ১২ অক্টোবর বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেন পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে মিরসরাই পৌর সদরে রাম দা, দেশিবিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে এবং ককটেল বোমা ফাটিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এবং নেতাকর্মীদের রক্তাক্ত জখম করে।