ঢাকা, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভালুকায় ফি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

ভালুকায় ফি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

গ্লোবাল টিভি ছবি

মো: শাহিদুজ্জামান সবুজ, ভালুকা (ময়মনসিংহ) :  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ময়মনসিংহের ভালুকার পুরাতন বাসট্যান্ড বিএনপি কার্যালয়ে এর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা ও পৌর শাখা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল। এসময় ভালুকা পৌর যুবদলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ যুবদলের সদস্য আতিকুল ইসলাম আতিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ। 

দুপুরে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল করেন নেতাকর্মীরা।