ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ৬ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক ছাড়া দল গঠন অস্ট্রেলিয়ার

পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক ছাড়া দল গঠন অস্ট্রেলিয়ার

ছবি: সংগৃহীত

গ্লোবাল ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ঘোষণা করা হয়নি অধিনায়কের নাম। এছাড়াও দলে নেই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিনের মতো তারকা ক্রিকেটাররা।

এদের মধ্যে মার্শ ও হেড পিতৃত্বকালীন ছুটিতে থাকছেন না পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। মেরুদণ্ডের নিচের অংশে অস্ত্রোপচার করানোয় নেই অলরাউন্ডার গ্রিন। অন্যদিকে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য বিশ্রাম দেয়া হয়েছে কামিন্স ও স্টার্ক ও হ্যাজলউডকে।

১৩ সদস্যের সেই দলে সিনিয়রদের মধ্যে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা। 

টেস্ট ও ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে অনেক দিন হলো নেতৃত্ব দিয়ে যাচ্ছেন কামিন্স। টি–টোয়েন্টির নেতৃত্ব দেয়া হয়েছিল মার্শকে। তার অনুপস্থিতিতে হেডও এক ম্যাচে অধিনায়কত্ব করেছেন।