ফাইল ছবি
মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) : টানা ৩ দিন বন্ধের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়। কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরের শ্রমিক ও ব্যবসায়িদের মাঝে।
ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন উপলক্ষে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পেট্রাপোল সীমান্তে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্যান্য স্থাপনা উদ্বোধন উপলক্ষে সেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে তার নিরাপত্তা নিশ্চিতে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে।