ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১ | ২২ রমজান ১৪৪৬

সাবেক মন্ত্রী ও চীফ হুইপ আব্দুস শহীদ গ্রেপ্তার

সাবেক মন্ত্রী ও চীফ হুইপ আব্দুস শহীদ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চীফ হুইপ আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

এসময়ে তার বাড়ি থেকে কয়েক বস্তায় প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

আব্দুস শহীদের নামে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে দুইটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে আরেকটি মামলা তিনি প্রধান আসামি।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে এমপি হয়েছিলেন। আব্দুস শহীদ এই আসন থেকে টানা ৭ বারের সংসদ সদস্য ছিলেন।