ফাইল ছবি
মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দর দিয়ে চলতি বছরের ৫ম চালানে ভারত থেকে আরো দুই লাখ ৩১ হাজার ৪৮০ পিস ডিম আমদানি করা হয়েছে।
বুধবার বন্দরে ডিমের চালানটি প্রবেশের পর আনুষ্ঠানিকতা শেষে খালাসের অনুমোদন দেয়া হয়। এ নিয়ে গত ৮ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পাঁচ চালানে বেনাপোল বন্দর দিয়ে ১১ লাখ ৫৯ হাজার ২০০ পিস ডিম আমদানি হয়েছে।
সারা দেশে ডিমের দাম বেড়ে যাওয়ায় সরকার ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দেয়। গত ৯ সেপ্টেম্বর প্রথম চালানে দুই লাখ ৩১ হাজার ৮৪০টি ডিম আমদানি করা হয়।
বন্দর ও কাস্টমস সূত্র জানায়, বন্দর থেকে চালানটি ছাড় করার জন্য বেনাপোল শুল্ক ভবনে কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল এন্টারপ্রাইজ।
বেনাপোল কাস্টমস হাউজ কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ডিম আমদানির ওপর কাস্টমসের ৩৩ শতাংশ ভ্যাট-ট্যাক্স রয়েছে। আনুষ্ঠানিকতা শেষে ডিম খালাস দেয়া হয়েছে।
আগামী মাসের মধ্যে সরকারের প্রথম ঘোষণার ৫০ লাখ ডিমের আরো ৪০ লাখ ডিম আমদানি করা হবে। ঘাটতি পূরনে সরকার আরো সাড়ে চার কোটি পিস মুরগীর ডিম আমদানির অনুমোদন দিয়েছে। সেগুলো ও পর্যায়ক্রমে আমদানি করা হবে। এতে ডিমের দাম কমবে বলে জানিয়েছেন আমদানিকারকেরা। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক সুবিধা পাওয়া যাবে।