ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি সংস্কার না হলে দেশ সংস্কার স্থায়ী হবে না: ভিপি নুর

রাজনীতি সংস্কার না হলে দেশ সংস্কার স্থায়ী হবে না: ভিপি নুর

গ্লোবাল টিভি ছবি

আবু রায়হান সরকার: সারা বাংলাদেশে আজ আওয়ামী লীগের দোষরদের রাজনীতি নিষিদ্ধের আওয়াজ উঠেছে বলে মন্তব্য করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, আমরা বলেছি রাষ্ট্র সংস্কার প্রয়োজন, পুলিশের সংস্কার প্রয়োজন, প্রশাসনিক সংস্কার প্রয়োজন, রাজনীতির সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না। 

তিনি বলেন, আমরা বলছি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে কার্যকর সংসদ প্রতিষ্ঠা, সেই সংসদের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৪ বছরে নিয়ে আসা, দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে দল পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দিতে হবে, যেন সাধারণ মানুষ রাজনীতি করতে পারে। 

শনিবার নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।  

নুর বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। এরশাদের সামরিক শাসনের পতনের পরে আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারি নাই।তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি, এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করিনা। আমরা সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অর্ন্তভুক্তিমূলক নতুন সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেখানে মারামারি হানাহানি থাকবেনা। সেখানে থাকবে সহনশীলতা এবং সম্প্রীতির রাজনীতি। রাজনীতির মাধ্যমে জনপথ হবে শান্তির জনপদ।    

এসময় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর সদস্য আবদুস জাহেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।