ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ৬ জমাদিউস সানি ১৪৪৬

পাকুন্দিয়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা: নিহত ২

পাকুন্দিয়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা: নিহত ২

গ্লোবাল টিভি ছবি

ফয়জুল ইসলাম পিংকু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। 

রবিবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা-টু-পাকুন্দিয়া পাকা সড়কের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিহাদ (২০) উপজেলার এগারসিন্দু ইউনিয়নের চরখাম গ্রামের প্রবাসী আসাদ মিয়ার ছেলে এবং পলাশ (১৮) একই গ্রামের হোটেল ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলার সময় রাস্তার পাশের একটি ‘রেইনট্রি’ গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।