ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ৬ জমাদিউস সানি ১৪৪৬

বাগেরহাটে বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

বাগেরহাটে বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

গ্লোবাল টিভি ছবি

সোহেল রানা বাবু, বাগেরহাট: বাগেরহাটে দিনেদুপুরে বিএনপির এক নেতাকে প্রথমে ধারালো দা দিয়ে কুপিয়ে  ও পরে গুলি করে হত্যা ও তার চাচাকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত সজিব তরফদার ও তার চাচা কামাল একটি মোটর সাইকেলযোগে বাগেরহাট শহর থেকে নিজ বাড়ি ডেমার উদ্দেশ্যে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত প্রথমে তাদের বহনকারী মোটর সাইকেলটির গতিরোধ করতে চেষ্টা করে না পেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সজীব বাইক থেকে মাটিতে পড়ে গেলে মাথায় উপর্যুপুরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করতে তার শরীরে গুলি করে ফেলে রেখে যায়।  ঘটনাস্হলেই তিনি মারা যান। তাদের গুলিতে বাইকে থাকা চাচা কামাল গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সজীবের ছোট ভাই সোহেল তরফদার জানান, বেশ কয়েকদিন ধরে এলাকার চিন্হিত সন্ত্রাসীরা তার ভাইকে হত্যার হুমকি দিয়ে আসছিলো।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।

এদিকে জনপ্রিয় এই নেতার হত্যাকান্ডে বিক্ষোভে ফেটে পড়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা। বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এসময়ে তারা সজীব হত্যাকারীদের দ্রুত আটক করে ফাঁসির দাবি জানান।