ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

রাউজান প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ

রাউজান প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ

গ্লোবাল টিভি ছবি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাংবাদিক প্রদীপ শীল। 

সদস্য কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন মীর মোহাম্মদ আসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি শফিউল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আবুল বশর, দৈনিক শাহ আমানতের সম্পাদক হুমায়ুন কবির, নির্বাহী সম্পাদক এম এ কাইয়ুম, রাউজান প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের।  

নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি এম বেলাল উদ্দীন (ইনকিলাব), সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা (গ্লোবাল টিভি ও সময়ের কাগজ), সিনিয়র সহসভাপতি এম রমজান আলী (ভোরের কাগজ), সহসভাপতি শাহেদুর রহমান মোরশেদ (নয়া দেশ), মো. হাবিবুর রহমান (আমাদের সময়), যীশু সেন (ইনফো বাংলা), সিনিয়র সদস্য কামাল উদ্দিন হাবিবী (খোলা কাগজ ও দৈনিক সাঙ্গু), যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী (আমার সংবাদ), আমির হামজা (সময়ের আলো), সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ মাহমুদ (সকালের সময়), দপ্তর সম্পাদক রতন বড়ুয়া (শাহ আমানত), অর্থ সম্পাদক আনিসুর রহমান (সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত (আজকের চট্টগ্রাম)।