ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

হাসিনার কাছে জবাব চান, তিনি কেন পালিয়ে গেলেন : আসিফ নজরুল

হাসিনার কাছে জবাব চান, তিনি কেন পালিয়ে গেলেন : আসিফ নজরুল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনারা শেখ হাসিনার কাছে জবাব চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন উপদেষ্টা বলেন, পতনের ২/৩ দিন আগে নিজের পরিবার আত্নীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপে নেতাকর্মীদের উস্কানি দেয়া হচ্ছে। 

আসিফ নজরুল বলেন, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে। তিনি বলেন, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে। এছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।

অন্তর্বর্তী সরকারের কাজ নিয়ে আপনি সন্তুষ্ট কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের কারো হয়তো যোগ্যতার ঘাটতি থাকতে পারে। তবে আন্তরিকতার ঘাটতি নেই। ভুল করতে পারি, কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করে যাচ্ছি।